নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের কাঁচা রাস্তা পাকা করণ (কার্পেটিং) কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী উপস্থিত থেকে এর উদ্বােধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র যথাক্রমে-আছেল উদ্দীন,ঝর্ণা বেগম,ওয়ার্ড কাউন্সিলর সামিউল ইসলাম ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাসসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রাস্তা উদ্বােধনকালে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী বলেন, দীর্ঘদিন চৌগাছা গ্রামের কয়েকটি রাস্তা জরাজীর্ণ থাকার কারণে জনসাধারণ ভােগান্তীতে পড়েছিল। সে কারণেই রাস্তাটি পুনরায় ব্যবহার যোগ্য করার লক্ষে কাজ শুরু করা হলাে। আশা করা যাচ্ছে খুব দ্রুত কাজটি শেষ হবে।