Home » গাংনী পৌর এলাকার দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে

গাংনী পৌর এলাকার দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে

কর্তৃক xVS2UqarHx07
158 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর গাংনী পৌর এলাকার দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইটি বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার,৩ লাখ ৩০ হাজার টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল চুরি করেছে চােরেরা।

বৃহস্পতিবার দিন-দুপুরে চৌগাছা গ্রামের তাইজুল হকের মেয়ে রােজিফা খাতুন ও রােজিফার ছােট ভাই গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আক্তারুজ্জামানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। রােজিফা গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের একজন স্টাফ। এবং তার ছােট ভাই আক্তারুজ্জামান একজন শিক্ষক। চাকরীর সুবাদে দুই গৃহকর্তাসহ পরিবারের সকল সদস্যরা ছিলেন বাড়ির বাইরে। এ সুযােগে চােরেরা ফাঁকা বাড়ি পেয়ে চুরি করতে সক্ষম হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

বাড়ির মালিক রোজিফা খাতুন জানান, চাকরীর সুবাদে আমি ছিলাম কর্মস্থলে এবং চাকরীর সুবাদে আমার স্বামীও নাটোরে ছিলেন। এছাড়াও পাশে আমার ছােট ভাইয়ের বাড়ি। ওই বাড়িতেও কেউ ছিলােনা। এ সুযােগে চােরেরা দুটি বাড়ির ভিতর প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এদিকে,খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান,চৌগাছা গ্রামে কয়েকজন মাদকাসক্ত যুবক রয়েছে। মাদকাসক্ত ওই সব যুবকরাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গৃহকর্তাদের পক্ষ থেকে গাংনী থানায় একটি অভিযােগ দেয়া হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনা কে বা কারা ঘটিয়েছে। তা সনাক্ত ও আটক করতে পুলিশি তৎপরতা রয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন