আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহের পাম্পের জন্য ব্যবহৃত কাঁচা রাস্তা পাকা করণের উদ্বোধন করেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী।
সােমবার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের সন্ধানী স্কুল সড়ক সংলগ্ন বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবহৃত কাঁচা রাস্তা পাকা করণের উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩ নং পাম্প হাউজের জন্য কাঁচা রাস্তা আরসিসি এবং সিসি ঢালাইয়ের উদ্বােধন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল,পৌরসভার প্যানেল মেয়র ঝর্ণা বেগম, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুল ইসলা, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।