Home » গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের রুমে তালা দেওয়ার অভিযোগ

গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের রুমে তালা দেওয়ার অভিযোগ

কর্তৃক ajkermeherpur
46 ভিউজ

স্টাফ রিপোর্টার গাংনী:

মেহেরপুর গাংনী মহিলা ডিগ্রি কলেজে ১ নম্বর জেষ্ঠ্য শিক্ষককে বাদ দিয়ে ঘুষের বিনিময় ২৮ নম্বর জেষ্ঠ্য শিক্ষককে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ায় অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা। তবে কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলামের দাবি কলেজের সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে না পেরে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।

আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালের দিকে এই ঘটনা ঘটে। তবে ঘটনার কিছুক্ষন পরে কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম অধ্যাক্ষর কার্যলয়ের তালা খুলে দেন।
অধ্যাপক রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম আমাকে চাবি দিয়েছে তালা আমি খুলেছি ।

বদরুল আলম বলেন, তালা কে বা কারা মেরেছে আমি জানিনা। আর কি কারনে আমার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে তাও বুঝতে পাচ্ছিনা। তবে এটুকু বলতে পারি কলেজের শিক্ষকরা ২৮ নম্বর সিরিয়ালের জুনিয়র শিক্ষক আমিরুল ইসলামকে গোপনে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব দেওয়া মেনে নিতে পারেনি। শিক্ষরা এখনও কলেজ চত্বরে অবস্থান করছে কেউ অফিসে ঢুকেনি।

তিনি বলেন, কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম এলপিয়ারে গিয়েছেন। তিনি কবে কাকে কিভাবে দায়িত্ব দিয়েছে তা কলেজের শিক্ষকরা কেউ জানেনা। পরিপত্র অনুযায়ী একজন সিনিয়র শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাবেন।

কিন্তু জেষ্ঠতার নিচের দিকের ২৮ নম্বর সিরিয়ালের এজনকে অবৈধ্য ভাবে ঘুষ নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আজ এসে বিষয়টি জানতে পারি এরপর থেকে বেলা ১১ টা পযর্ন্ত কোন শিক্ষকই অফিস কক্ষে প্রবেশ করেনি। সবাই কলেজ ময়দানে দাড়িয়ে আছে। তবে আমরা অফিসে না ঢুকলেও শান্তিপুর্ণ ভাবে কলেজের ক্লাস নিচ্ছি।

কলেজের নব নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আজ আমার প্রথম অফিস। কলেজের পরিচালনা পরিষদ একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাকে দায়িত্ব দিয়েছে। যা কিছু হয়েছে তা পক্রিয়ার মাধ্যমে হতে হয়েছে । তিনি আরো বলেন, আমি কলেজে এসে শিক্ষক মিলনায়তনে যায়। এসময় সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম অফিস সহকারীর কাছ থেকে হাজিরা খাতা কেড়ে নেয় তারপর আমার অফিসে তালা দিয়ে দেন।

এই বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্যদের অবহিত করি। তিনি আরো বলেন বেদারুল ইসলাম কলেজের ভঅরপ্রাপ্ত অধ্যক্ষ হতে চেয়ে ছিলো কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় তিনি এ দায়িত্ব পাননি।

কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সাবেক কাউন্সিলর শাহিদুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব না পেয়ে ক্ষুব্ধ হয়ে সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম তালা দিয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন