Home » গাংনীতে খেলারত অবস্থায় সাপে দংশন প্রাণ গেল শিশুর।

গাংনীতে খেলারত অবস্থায় সাপে দংশন প্রাণ গেল শিশুর।

কর্তৃক ajkermeherpur
19 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলায় সাপের কামড়ে মাইশা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মাইশা আক্তার ওই গ্রামের এনামুল হকের মেয়ে।

স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল মাইশা। এ সময় হঠাৎ একটি সাপ তাকে কামড় দেয়। শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনে।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এম কে রেজা বলেন, ‘ধারণা করা হচ্ছে শিশুটিকে বিষধর সাপ কামড়েছিল। ফলে মুহূর্তের মধ্যেই তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

০ মন্তব্য

You may also like

মতামত দিন