নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী থেকে তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলশি। এ সময় তাদরে কাছ থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার বামুন্দী পুলিশ ক্যাম্পের উত্তর পাড়ার আশরাফুল ইসলামের বাড়ীর সামনের সড়ক থেকে তাদের আটক করেন গাংনী থানা পুলিশের একটি দল।
আটকৃতরা হলেন, গাংনী উপজেলার খাসমল গ্রামের মৃত হমি খাঁর ছেলে আব্দুল করিম (৪০)খাসমল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে বানারুল ইসলাম (২৫) ও কাথুলী গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন (২৬)।
এব্যাপারে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,মাদক ব্যবসায়ীরা গাঁজা পাঁচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে।