নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা শহরে বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন এর আয়ােজন করে। আয়ােজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের প্রতিনিধি ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের জেলা সার্ভিস সেল ইনচার্জ ফেরদৌস রহমান ও গাংনী সার্ভিস সেল ইনচার্জ মােখলেছুর রহমান মোখলেছ প্রমুখ।