নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে ট্রলি পাওয়ার টিলার প্রতিযোগিতায় খেলা দেখতে গিয়ে কমিটির হাতে লাঠির আঘাতে আহত হয়েছে জামিল উদ্দিন(২৫) নামের এক যুবক। আজ শনিবার বেলা ১ টার দিকে উপজেলার হাড়িয়াদহ গ্রামের এ ঘটনা ঘটে। আহত জামিল উদ্দিন উপজেলার জুগিন্দা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার হাড়িয়াদহ গ্রামর দক্ষিণপাড়া আয়োজিত ট্রলি পাওয়ার টিলার প্রতিযোগিতা খেলা চলাকালীন সময় কমিটির লোকজন জামিল উদ্দিন কে সরে দাঁড়াতে বলে। এতে জামিল উদ্দিন এর কিছু সময় দেরি হলে তাকে লাঠি(জিআই পাইপ) দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের ঘটনায় খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।