Home » গাংনীতে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে

গাংনীতে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
133 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০টি স্টলের মাধ্যমে স্ব-স্ব প্রতিষ্ঠানের কার্যক্রম প্রদর্শন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে ড.মুনসুর আলম বলেন,দেশ এখন অনেক এগিয়েছে। ডিজিটাল মাধ্যমে মানুষ অনেক সেবা পাচ্ছে। শিক্ষা,কৃষি প্রযুক্তিসহ সব ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের অবদান রয়েছে।
তিনি আরাে বলেন,ডিজিটাল মাধ্যমে যুব সমাজ অনেক সময় ক্ষতির সম্মুখীনও হচ্ছে। তবে ডিজিটাল মাধ্যম ভাল কাজে ব্যবহার করলে,তা মঙ্গল বয়ে আসবে।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার আব্দুল্লাহ- আল মাসুম এর পরিচালনায়-অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন াংগাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

এসময় উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন