বামন্দী প্রতিনিধি মোঃ শাহআলমঃ
মেহেরপুরের গাংনীতে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার লক্ষীনারায়ণপুর ধলায় গ্রামের মুজিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান সুমন(৩৫), পৌর এলাকার শিশির পাড়ার সাবান মিয়ার ছেলে তাজুল ইসলাম(৩৪)
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর ধলায় গ্রামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে ৯ লক্ষ ৪০হাজার টাকা জরিমানা ধার্যের পলাতক আসামি মাহবুবুর রহমান সুমন ও দু’টি মামলার পলাতক আসামি তাজুল ইসলাম শিশির পাড়া এলাকায় অবস্থান করছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাহবুবুর রহমান সুমন ও তাজুল ইসলামকে আটক করে। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।