Home » গাংনীতে নয়টি মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন পুলিশ

গাংনীতে নয়টি মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
216 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মাদকের নয়টি মামলার আসামী গাংনীর বহুল আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে (৩৯) আবারও গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

গাংনী থানা পুলিশের একটি টীম বুধবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আটটার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তি খাসমহল গ্রাম থেকে আকে গ্রেফতার করে। গাংনী থানার এসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন । আবুল কালাম আজাদ উপজেলার তেরাইল গ্রামের ওলিনগরপাড়া এলাকার সুলতান হকের ছেলে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আবুল কালাম আজাদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতার এড়াতে সে এতদিন আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিকুর রহমান সঙ্গীয় এএসআই শরিফুল ইসলাম এবং ফোর্স নিয়ে রংমহল গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

আটক কালামের নামে মাদকের অভিযোগে নয়টি মামলা রয়েছে। একটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটক আবুল কালাম আজাদকে আগামীকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালের দিকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন