Home » গাংনীতে বাঁধা কপি চাষে লাভবান হচ্ছে কৃষক

গাংনীতে বাঁধা কপি চাষে লাভবান হচ্ছে কৃষক

কর্তৃক xVS2UqarHx07
264 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে বাঁধা কপি চাষে লাভবান হচ্ছে কৃষকরা।জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ঢাকা চিটাগাংসহ বিভিন্ন জেলায়। বিঘা প্রতি জমি থেকে ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার দরে বিক্রয় করছে কৃষকরা।

গাংনী উপজেলার হিন্দা গ্রামের কৃষক আলেহীম জানান,চলতি মৌসুমে তিনি ২২ কাঠা জমিতে এটোম জাতের কপি চাষ করেন। এবছর আবহাওয়া অনুকুলে থাকায় বাঁধা কপি চাষীরা লাভবান হয়েছে।

তিনি আরও বলেন তার উৎপাদন খরচ হয়েছে ১৫ হাজার টাকা। ৮০ হাজার টাকায় বিক্রয় করেন।২২ কাঠা জমিতে খরচ বাদে ৬৫ হাজার টাকা লাভ হয়েছে।

মেহেরপুর জেলার কপি ব্যবসায়ী শামিম হোসেন জানান,প্রথম দিকে বিঘা প্রতি সবজির চাহিদা বেশী থাকায় আমরা ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা দরে ক্রয় করেছি।

বর্তমান বাজারে চাহিদা কম থাকায় এবং জমিতে কপির মান খারাপ হওয়ায় আমরা ৪০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা দরে ক্রয় করে জেলার বাহিরে রপ্তানি করছি। গত বছরের তুলনায় এবছর চাষীরা লাভবান হচ্ছে।

গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন জানান, গত বছরের তুলনায় এবছর বাঁধা কপির চাহিদা থাকায় চাষীরা লাভবান হয়েছে।আগামীতে গাংনী উপজেলায় বাঁধা কপির চাষ বাড়বে বলে তিনি মনে করছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন