Home » গাংনীতে ভুয়া ভোটার ভোট দিতে এসে তিন যুবক আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাংনীতে ভুয়া ভোটার ভোট দিতে এসে তিন যুবক আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
357 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

ভুয়া ভোটার ভোট দিতে এসে জিল্লুর রহমান (১৭), বাচ্চু হোসেন (১৭),এবং শাওন হোসেন(১৭) নামের তিন যুবক আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজল বাড়িয়া কেন্দ্রে এ ঘটনা ঘটে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১১ এর ৩১(২) ধারায়
তিন যুবকের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জিল্লুর রহমান হিজলবাড়িয়া গ্রামের আবদুল মতিনের ছেলে, বাচ্চু একই গ্রামের আব্দুল মোমিনের ছেলে এবং শাওন আব্দুল মালেকের ছেলে। এর আগে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ওই তিন ভুয়া ভোটার কে গ্রেপ্তার করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন