Home » গাংনীতে মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

গাংনীতে মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

কর্তৃক xVS2UqarHx07
29 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

 

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি একরামুল হক তাজুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে, মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়রা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন।

 

 

সংবাদ সম্মেলনে সোহেল রানা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, একরামুল হক তাজু দীর্ঘ ১২ বছর ধরে মাদ্রাসার সভাপতির পদে ছিলেন এবং তার ক্ষমতাবলে মাদ্রাসাটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সদস্যরা এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ২০০৯ সালে একরামুল হক তাজু তার পিতার নামের মাধ্যমে একক প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি দেন। তাছাড়া, মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রেজুলেশন অনুমোদন করেন।

 

 

এছাড়াও, তিনি মাদ্রাসার নৈশ প্রহরী, আয়া এবং পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। নৈশ প্রহরী আশরাফুল ইসলামকে অবৈধভাবে বয়স কমিয়ে সুবিধা দিয়ে নিয়োগ দেওয়া হয়।

 

 

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ তোলা হয় যে, একরামুল হক তাজু তার স্ত্রী নার্গিসকে গোপনে মাদ্রাসার সভাপতি হিসেবে নিয়োগ দেন এবং কমিটি অনুমোদন করেন, যা এলাকাবাসীর কাছে অজ্ঞাত ছিল।

 

 

স্থানীয়রা মাদ্রাসার কমিটি বাতিল এবং দুর্নীতির তদন্তের মাধ্যমে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও শিক্ষক কামরুজামান, ওয়ার্ড বিএনপির সভাপতি আলিহিম, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, ষোলটাকা ইউনিয়ন যুবদলের সভাপতি সাপ্পের আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন