Home » গাংনীতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

গাংনীতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
246 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে ওমিক্রন (করোনা) সংক্রমণ বৃ্িদ্ধ পাওয়ায় সরকারী ভাবে মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব মেনে চলা সহ স্বাস্থ্যবিধি মতে ১১ টি নির্দেশনা ঘোষনা করা হয়েছে।সরকারী নির্দেশনা অমান্য করায় আজ মঙ্গলবার বিকেলে গাংনী পৌর এলাকার বাজারের বিভিন্ন শপিং মলে অভিযান চালিয়ে ৮ দোকানের মালিকদের ৫ শ’ টাকা করে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন।

অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ঘোষনা করা হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট ও গাংনী সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ আদালত পরিচালনা করেন।তিনি বলেন, সকল দোকানেই কাস্টমার যেন মাস্ক ব্যবহার করে। নইলে কোন পণ্য বেচা কেনা করবেন না। এছাড়াও যারা ভ্যাকসিন নিয়েছেন তারা অবশ্যই ভ্যাকসিন কার্ড সাথে রাখবেন। সরকারী নির্দেশনা অমান্য করায় বিভিন্ন দোকানে জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে গাংনী থানা পুলিশের এসআই রাতুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন