নিজস্ব প্রতিবেদক:
গাংনীতে মেম্বরসহ আওয়ামীলীগ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়নের মেম্বরসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- গাড়াবাড়ীয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজমুল হুদা (৩৫), একই গ্রামের জমির উদ্দীনের ছেলে এবং কাথুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বর ও যুবলীগ নেতা জিনারূল ইসলাম (৪২) এবং গাড়াবাড়ীয়া গ্রামের ওলিম উদ্দীনের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াছ হোসেন(৪৫)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে আন্দোলনকারী ছাত্রদের উপর হামলার ঘটনায় জেলা ছাত্রদরের সহ সভাপতি রেজওয়ানুল হক ইমন বাদি হয়ে একটি মামলা করেছিলেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদেরকে তিন জনকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়ে। বিজ্ঞ আদালতের আদেশে তাদেরকে জেলা কারাগারে হাজতবাসে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।