আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনীতে ০৪গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার বিকেলে তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ঘাটপাড়া আর আবেদ আলীর ছেলে শাহারুল ইসলাম(৪০) ও তার স্ত্রী শিরিনা খাতুন(৩৫)।
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ আজকের মেহেরপুর’কে জানান,মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের শাহাবুদ্দিন তার নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে, শাহারুল ইসলাম এর শয়নকক্ষের স্টিলের আলমারির ভেতর কোটার মধ্যে ২৪পুরিয়া অর্থাৎ ০৪গ্রাম হেরোইনসহ শাহারুল ইসলাম ও তার স্ত্রী শিরিনা খাতুনকে আটক করে। আটককৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।