Home » গাংনীর উপজেলায় নেশাজাত ঔষধ বিক্রির অপরাধে ফাতেমা ফার্মেসির মালিক আটক

গাংনীর উপজেলায় নেশাজাত ঔষধ বিক্রির অপরাধে ফাতেমা ফার্মেসির মালিক আটক

কর্তৃক xVS2UqarHx07
592 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে নেশাজাত ঔষধ(টাপেন্টা ট্যাবলেট) বিক্রির অপরাধে ফাতেমা ফার্মেসির স্বত্বাধিকারী মিলন হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সাড়ে ৩টার দিকে তার দোকান থেকে তাকে আটক করে।

বামন্দী ক্যাম্প ইনচার্জ ইমরুল জানান, ফাতেমা ফার্মেসী স্বত্বাধিকারী মিলন হোসেন দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ নেশা জাতীয় ঔষধ(টাপেন্টা ট্যাবলেট) বিক্রি করছিল,এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্প পুলিশের একটি টিম তার দোকানে অভিযান চালিয়ে ২৫ পিস নেশাজাতক ঔষধ(টাপেন্টা ট্যাবলেট) উদ্ধার করি। আটককৃত মিলন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলহাজতে প্রেরণ করা হবে।

বামুন্দী বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু জানান, মিলন টাপেন্টা বিক্রি করে এটি আমাদের বাজার কমিটির কারোর জানা ছিল না।গতকাল যখন পুলিশ আটক করে তারপর থেকে বিষয়টি আমরা জানতে পেরেছি যদি।কোন ফার্মেসি মালিক এমন করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন