Home » গাংনীর সাহারবাটী গ্রামে ট্রলি প্রতিযোগীতাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত-৩০

গাংনীর সাহারবাটী গ্রামে ট্রলি প্রতিযোগীতাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত-৩০

কর্তৃক xVS2UqarHx07
125 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে ট্রলি গাড়ী চালানো প্রতিযোগীতা (খেলা) নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। বাকীরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহতদের মধ্যে ধর্মচাকী গ্রামের জহুরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (২৪) সাইদুল ইসলাম (২২) আরিফুল ইসলাম (২৫) পিতা আরেজুল ইসলাম,দিপু,আবজাল হোসেন,জহুরুল ইসলামসহ ও একই গ্রামের কয়েকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকীরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।

শনিবার বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,সাহারবাটী গ্রামের মাঠে ট্রলি (ইঞ্জিনচালিত জমি চাষকারী যান) চালানো প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় যুবকরা। সেমতে, সাহারবাটী গ্রামের কড়ুইতলা পাড়া সংলগ্ন একটি মাঠের কাঁদাযুক্ত জমিতে শনিবার দিনব্যাপি এ প্রতিযোগিতা চলছিল।

বিকেলের দিকে ওই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ধর্মচাকী গ্রাম জয়লাভ করে, পরে দ্বিতীয় রাউন্ডে সাহারবাটী গ্রামের ৩ প্রতিযোগী ও একই এলাকার ধর্মচাকী গ্রামের আরো ১জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। সাহারবাটী গ্রামের ৩জন প্রতিযোগি খেলার কাঁদাযুক্ত জমির একই পাশাপাশি তাদের ট্রলি গাড়ী নিয়ে প্রতিযােগীতার জন্য প্রস্তুত হচ্ছিলেন।

ঠিক তখন সাহাবাটি গ্রামের কয়েকজন ধর্মচাকী গ্রামের প্রতিযোগীকে একই পাশে ট্রলি ভেড়াতে নিষেধ করেন। এনিয়ে দু’গ্রামের লোকজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সাহারবাটি গ্রামের মেম্বর আবাছ আলীর নেতৃত্বে সাহাবাটি গ্রামের লোজন হামলা করে ধর্মচাকী গ্রামের অন্তত ৩০জনকে হাতুড়ূী লাঠির আঘাতে ৩০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেছে । তবে আহতরা সবাই ধর্মচাকী গ্রামের বাসিন্দা।

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান,বড় কোন সংঘর্ষ ঘটেনি। তবে বাকবিতন্ডা হয়েছে মাত্র। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন