Home » গাইবান্ধায় শ্রমিক দল ছাড়লেন আব্দুল বারী, দুই শতাধিক কর্মীসহ জামায়াতে যোগদান

গাইবান্ধায় শ্রমিক দল ছাড়লেন আব্দুল বারী, দুই শতাধিক কর্মীসহ জামায়াতে যোগদান

কর্তৃক xVS2UqarHx07
37 ভিউজ

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রমিক দলের নেতা আব্দুল বারী মন্ডল দুই শতাধিক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আসাদ আলী। এতে বক্তব্য দেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়।

আব্দুল বারী মন্ডল প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি শ্রমিক দলের পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য। এর আগে তিনি দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

যোগদান প্রসঙ্গে আব্দুল বারী মন্ডল জানান, তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন দলের আদর্শ ও কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে। জামায়াতের পলাশবাড়ী উপজেলা আমির আবু বক্কর সিদ্দিক বলেন, তাদের আদর্শে অনুপ্রাণিত হয়েই আব্দুল বারী মন্ডল ও তার অনুসারীরা যোগ দিয়েছেন।

অন্যদিকে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হযরত আলী বলেন, আব্দুল বারী মন্ডলের দল পরিবর্তনের খবর তিনি স্থানীয়ভাবে শুনেছেন। তবে এ বিষয়ে কোনো লিখিত তথ্য তারা পাননি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন