নিজস্ব প্রতিনিধি:
রবিবার ভোরে পূবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বামীর নাম আকাশ। পারিবারিক কলহের জেরে স্ত্রী ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গে ধারালো ব্লেড দিয়ে আঘাত করেন বলে জানা গেছে। এতে আকাশ গুরুতর আহত হন।চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আকাশকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী স্ত্রীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ আহত স্ত্রীকেও প্রাথমিক চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, “ভুক্তভোগী স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

