Home » চরফ্যাশনে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলায় আহত ২০

চরফ্যাশনে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলায় আহত ২০

কর্তৃক ajkermeherpur
67 ভিউজ

ভোলার চরফ্যাশনে জামায়াতে ইসলামীর নির্বাচনি গণসংযোগে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের হামলায় অভিযোগ উঠেছে। হামলায় জামায়াতের ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে নেতারা দাবি করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে জামায়াতে ইসলামী চরফ্যাশন শাখার নেতা-কর্মীরা মোটরসাইকেল যোগে নির্বাচনি গণসংযোগে নামেন জিন্নাগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। তারা ৯নং ওয়ার্ডের চকবাজার এলাকায় আসলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আত্মরক্ষার জন্য জামায়াতের নেতাকর্মীর তাদের উপর হামলা চালায়। প্রায় ঘণ্টা ব্যাপী চলা দুই গ্রুপের সংঘর্ষ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি নেতারা পুলিশের উপরও চড়ও হন। পরে ঘটনাস্থলে নৌবাহিনী গিয়ে পরিস্থিতির স্বাভাবিক করে।

এ ঘটনায় জামায়াতে ইসলামী মিডিয়া সম্পাদক অধ্যাপক মো. অধ্যাপক আমির হোসেন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন বলেন, জামায়াতের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণার নামে ইসলাম নিয়ে জনগণকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এমন ঘটনায় স্থানীয়রা তাদের ওপর চওড়া হয়। একপর্যায়ে জামায়াতের নেতা-কর্মীরাই স্থানীয়দের উপর হামলা চালায়। তাতে করে সেখানে থাকা আমাদের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে কয়েকজন আহত হয়েছে বলে জানান তিনি।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর বাদশা বলেন, খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এখন পর্যন্ত কোনও গ্রুপের পক্ষ থেকে অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন