আজকের মেহেরপুর ডেস্ক:
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করলেন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শৃঙ্খলা অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব) উপ-সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
বুধবার (৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কে এম মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয় তাকে তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের বিদায়ী জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে বরণ করে নেন। চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাস খান মানিকগঞ্জ ঘিওর উপজেলার কৃতী সন্তান।
অপরদিকে, চুয়াডাঙ্গার সদ্য বিদায়ী জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বাংলাদেশ টেলিভিশনের) (বিটিভি) উপ-মহাপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৯ সালের ২৯ আগস্ট চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন।