Home » চুয়াডাঙ্গার মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

চুয়াডাঙ্গার মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

কর্তৃক xVS2UqarHx07
188 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় সবে খাতুন নামে (৫১) এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবে খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গা গ্রামের সাবেদ আলীর স্ত্রী।
আন্দুলবাড়ীয়া ইউপি সদস্য বাহাউদ্দিন এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, সবে খাতুন বেশ কিছু দিন ধরে শারিরীকভাবে অসুস্থ ছিলেন। আজ সোমবার সকালে তিনি চিকিৎসার জন্য ভ্যানযোগে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাচ্ছিলেন। বেলা সাড়ে ১০ টার সময় তিনি ভ্যান থেকে নেমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সবে খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উপস্থিত জনতা ঘাতক মোটরসাইকেলটিকে আটক করলেও চালক পালিয়ে যান। এ ঘটনার পর নিহতের স্বজনরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন