নিজস্ব প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোটরযান আইনের বিভিন্ন ধারায় ৪০ জনকে মোট ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট- আলমডাঙ্গা লালব্রিজ মোড়, বড় বাজার হাসান চত্বর, কোর্ট মোড় এবং দর্শনা থানা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা, ট্রিপল রাইডিংসহ বিভিন্ন অপরাধে চালকদের জরিমানা করা হয়। এ সময় লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় যৌথ বাহিনী। পাশাপাশি বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা রোধ এবং আইন মেনে যানবাহন চালনায় চালকদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। অভিযানে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আশরাফুল আলম, ট্রাফিক পরিদর্শক গোলাম সরোয়ার খান, সার্জেন্ট আশরাফুজ্জামান, সার্জেন্ট হাসানুল বান্না, সার্জেন্ট রিয়াজুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
