দামুড়হুদা চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
আজ শুক্রবার ৩ ডিসেম্বর, ২০২১ ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও প্রত্যাশা সমাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম সরকার জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দিকা সোহেলী রশিদ উপ পরিচালক সমাজ সেবা অধিদপ্তর। অবস্থিত অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মোঃ বিল্লাল হেসেন নির্বাহী পরিচালক প্রত্যাশা সমাজিক উন্নয়ন সংস্থা।
আনোয়ারুল ইসলাম প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। স্বাগত বক্তব্য রাখেন নুর আলম আকাশ কনসালটেন্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব আবু তালেব সহকারী পরিচালক সমাজ সেবা অধিদপ্তর।