Home » চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্ত থেকে ১৬ কেজি রুপা ও ২৫ লাখ টাকার মালামাল জব্দ করেন বিজিবি

চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্ত থেকে ১৬ কেজি রুপা ও ২৫ লাখ টাকার মালামাল জব্দ করেন বিজিবি

কর্তৃক xVS2UqarHx07
199 ভিউজ

জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ কেজি ৬৫০ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রবিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

এসময় শাহারুল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত শাহারুল মেহেরপুর জেলার হরিপুর গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান শনিবার দুপুরে জানান, চুয়াডাঙ্গায় বিজিবির অধীনস্থ বারাদী, সুলতানপুর, ফুলবাড়ী, মুন্সিপুর, ঠাকুরপুর, বড়বলদিয়া ও মেহেরপুরের বাজিতপুর বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ২৮০ বোতল ফেনসিডিল, ৭ কেজি গাঁজা, ৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট, ১৬ কেজি ৬৫০ গ্রাম (১৪২৭.৪৬ ভরি) রুপার গহনা, ১ টি বাইসাইকেল, ১৮ প্যাকেট পাতার বিড়ি, ৩৫ জোড়া স্যান্ডেল ও ৮৮৫ পিস কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। এসময় ভারতীয় ফেনসিডিলসহ শাহারুল নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য চব্বিশ লাখ নব্বই হাজার সাতশত বায়ান্ন টাকা। আটককৃত চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিস ও মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জমা দেয়া হয়েছে। এছাড়া আটককৃত শাহরুলকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন