Home » চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ২৩টি স্বর্ণের বার উদ্ধার করেন চুয়াডাঙ্গার -৬ বিজিবি

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ২৩টি স্বর্ণের বার উদ্ধার করেন চুয়াডাঙ্গার -৬ বিজিবি

কর্তৃক xVS2UqarHx07
218 ভিউজ

দামুড়হুদা চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম:

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী মেমনগর গ্রাম থেকে ২ কেজি ৬৮৩ গ্রাম (২৩০ ভরি) ওজনের ২৩ টি স্বণের বার উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এই স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বণের আনুমানিক মূল্য (১) এক কোটি (৪৪) চুয়াল্লিশ লক্ষ (৯০) নব্বই হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি, বিকাল সাড়ে ৪টার দিকে এক প্রেসবিজ্ঞতিতে জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে তিনি জানতে পারেন একটি বড় স্বর্ণের চালান পাচার হবে।

এমন তথ্যর ভিত্তিত্বে তার তত্বাবধানে সুলতানপুর বিওপির নায়েক রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার দর্শনা থানার সীমান্তের ৭৭নং মেইন পিলার থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মেমনগর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি ৬৮৩ গ্রাম (২৩০ ভরি) ওজনের ২৩ টি স্বণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য- (১)এক কোটি (৪৪) চুয়াল্লিশ লক্ষ (৯০) নব্বই হাজার টাকা। আটককৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন