Home » চেক ডিজঅনার মামলায় মুজিবনগর খবর ডট কমের উপদেষ্টা সম্পাদকের জেল,১ লক্ষ ৯০ হাজার টাকা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।

চেক ডিজঅনার মামলায় মুজিবনগর খবর ডট কমের উপদেষ্টা সম্পাদকের জেল,১ লক্ষ ৯০ হাজার টাকা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।

কর্তৃক xVS2UqarHx07
124 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

চেক ডিজঅনার মামলায় মুজিবনগর খবর ডট কমের উপদেষ্টা সম্পাদকের জেল,১ লক্ষ ৯০ হাজার টাকা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।

 

চেক ডিজআনার মামলায় মুজিবনগরের ডট কম পত্রিকার উপদেষ্টা সম্পাদক আফসারুল হাসান সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ১ লক্ষ ৯০ হাজার টাকা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইমদাদুল হক এই রায় প্রদান করেন। তবে রায় প্রদানের সময় আসামী আফসারুল হাসান সুমন আদালতে হাজির ছিলোনা।

মামলার বাদি ব্যবসায়ী হাসানুল মারুফ জানান ব্যবসায়িক কারণে আফসারুল হাসান সুমনের কাছে ৯৫ হাজার ৩৮৭ হাজার টাকা পাওনা হয়। এর পর তার কাছে টাকা চাইলে তিনি টাকা না দিয়ে আমাকে ঘুরাতে থাকে। অবশেষে ২০২৩ সালের ২০ আগস্ট তিনি পাওনা কৃত টাকার বিপরিতে রূপালী ব্যাংক শাখার একটি চেক প্রদান করেন। উক্ত চেক নিয়ে আমি কয়েকবার ব্যাংকে টাকা তুলতে যায়। কিন্তু সুমনের একাউন্টে প্রর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজ অনার করে ব্যাংক। আমি উপায়ান্তর না পেয়ে আদালতে মামলা করি। তিনি আরো বলেন সুমন দির্ঘ দিন ধরে ফ্যাস্টি সরকারের জনপ্রশাসন মন্ত্রীর কাছের মানুষ পরিচয়ে বিভিন্ন লোককে চাকরি দেওয়া ও বিভিন্ন কাজ করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিতেন। এছাড়াও তিনি নিজেকে কথিত মুজিব নগর খবর ডট কমের উপেদেষ্টা সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে সুযোগ সুবিধা গ্রহণ করেন।

মামলায় বাদী পক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন ও সেলিম রেজা। আসামী পক্ষের কৌশলী ছিলেন এডভোকেট ইব্রাহিম শাহীন ও রুৎ শোভা মন্ডল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন