Home » জাকসু ভোটে শিবির সমর্থিত জিএস প্রার্থীর কড়া হুঁশিয়ারি।

জাকসু ভোটে শিবির সমর্থিত জিএস প্রার্থীর কড়া হুঁশিয়ারি।

কর্তৃক ajkermeherpur
29 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী মো. মাজহারুল ইসলাম বলেন, ‘সর্বশেষ দিনের ভোটে জিততে না পেরে রাতের ভোটের আয়োজন করেছিলো শেখ হাসিনা, পরিণামে সর্বস্ব হারিয়ে পালাতে হয়েছিলো তাকে।’

তিনি আরও বলেন, ‘পুরোনো থিওরি এখনো কেউ এপ্লাই করতে চাইলে তাকে আমরা বারবার হাসিনার ভয়ই দেখিয়ে যাবো, দিল্লির রাস্তা দেখিয়ে যাবো। স্বৈরাচারী কায়দা সহ্য করা হবে না।’

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে হাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। দীর্ঘ ৩৩ বছর পর হতে যাওয়া এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। পাশাপাশি হল সংসদের ৪৪৫ জন প্রার্থীও ভোটযুদ্ধে নামছেন।

কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৯ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন