Home » ঝিনাইদহে সোনার গহনাসহ চোরাকারবারী ডিবি পুলিশের হাতে আটক

ঝিনাইদহে সোনার গহনাসহ চোরাকারবারী ডিবি পুলিশের হাতে আটক

কর্তৃক xVS2UqarHx07
316 ভিউজ

মহেশপুর প্রতিনিধি মোঃ হাসান আলী:

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী মোড় থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালয়ে ৬.৪০ গ্রাম সোনার গহনা জব্দ করেছে। সাথী পরিবহনের একটি বাসে এই সোনা পাচার করা হচ্ছিল। এ সময় ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন ফয়সাল আহম্মেদ নামে এক চোরাকারবারী।

তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার স্বর্ণকার গ্রামের শহিদুল্লার ছেলে। ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, গোন সুত্রে কভর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সাধুহাটি বাসষ্ট্যান্ডে স্পিডব্রেকারে তল্লাসী চৌকি স্থাপন করে ডিবি পুলিশের একটি দল। ডিবি পুলিশের কাছে আগেই খবর আসে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা থেকে চোরাকারবারীরা স্বর্ণালংকার নিয়ে ঝিনাইদহের দিকে রওনা হয়েছে। পুলিশ সুপারের ভাষ্যমতে, সাথী পরিবহের বাসটি সাধুহাটী নামক স্থানে পৌছালে ডিবি পুলিশ গতিরোধ করে বাসটি তল্লাসী করে এবং ৬.৪০ গ্রাম ওজনের সোনার গহনাসহ ফয়সালকে আটক করে। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা ও জীবননগর-কালীগঞ্জ সড়ক পথে দীর্ঘদিন থেকে সোনা চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারীরা। মাঝেমধ্যে এ সব সোনা ও রুপার চালান ধরা পড়লেও বেশির ভাগ অধরাই থেকে যায় বলে কথিত আছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন