Home » টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

কর্তৃক xVS2UqarHx07
498 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যখন জয়ের সঙ্গে সিরিজ নিজেদের করে তখনো খেলার বাকি ৫ বল। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২ রান। প্রথম বলেই রিয়াদ বল সিমানা ছাড়া করলে টাইগার ভক্তদের বুকে আটকে থাকা নিশ্বাস জয়ের উল্লাসে বেরিয়ে আসে।

৯৪ রানে লক্ষ্যে খেলতে নেমে ৩২ রানে লিটন ৬, সাকিব ৮ ও রহিম ০ রানে সাজ ঘরে ফিরলে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। মোহাম্মদ নাঈম ও রিয়াদ ৩৫ রানের জুটি বেঁধে প্রাথমিক বিপদ কাটিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩৩ বলে ২৭ রানের যখন প্রয়োজন তখন রিয়াদের ভুল কলে দুই রান নিতে গিয়ে মোহাম্মদ নাঈম নিজের ২৯ রানে রান আউট হলে ছন্দ পতন ঘটে বাংলাদেশের। আফিফকে সঙ্গে নিয়ে রিয়াদ আবার দলের হাল ধরেন। ২৯ রানে জুটি গড়ে ৬ উইকেটের বড় জয়ে ব্লাকক্যাপসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয়। রিয়াদ ৪৩ ও অফিফ ৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে বুধবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নাসুম আহম্মেদ ও মোস্তাফিজের বোলিং তোপে পড়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে যায়। নাসুম চার ওভারে ২ টি মেডেন সহ ১০ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

অন্যদিকে মোস্তাফিজুর রহমান ৩.৩ ওভারে ১২ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।
রাচিন্দ্রকে দিয়ে উইকেট তুলে নেওয়া শুরু করেন নাসুম। সেই আক্রমন ধরে রাখেন নিজের পরবর্তী ওভার গুলোতে টাইগার বোলারেরা। সাকিব ও রিয়াদ ছাড়া সবাই উইকেটের দেখা পায়।

মাহাদী এবং সাইফুদ্দিন ১ টি করে উইকেট নিজেদর ঝুলিতে পুরে নেন।

নিউজিল্যান্ডে পক্ষে ইয়াং সর্বোচ্চ ৪৬ রান করেন। অধিনায় টম ল্যাথামে ব্যাট থেকে আসে ২১ রান।

কিউইদের অল্প রানে আউট করার সঙ্গে অনন্য এক রেকর্ডও ছুঁয়ে ফেলেন টিম টাইগার। কিউইদের বিপক্ষে চতুর্থ টি-২০ ম্যাচে চারটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। সেই সঙ্গে বাংলাদেশের টি-২০ ইতিহাসে প্রথমবার এক ম্যাচে দুই বোলার চারটি করে উইকেট নেয়ার অনন্য নজির গড়ে। ম্যাচ সেরা নাসুম আহম্মেদ।

সূত্র আমাদের সময়

০ মন্তব্য

You may also like

মতামত দিন