ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আলমগীর:
ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের সার্বিক কার্যক্রম বেগবান করার লক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর অফিস উদ্বোধন করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপস্থিত হয়ে এই অফিসের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও সদর উপজেলা কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়।
বীর মুক্তিযোদ্ধা স্যামুয়েল ডেভিড সামাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার নিরঞ্জন চন্দ্র রায়, ম্যানেজার ঠাকুরগাঁও শাখা মো: আ: হামিদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার প্রমুখ।
আলোচনা সভার আগে ফিতা কেটে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। পরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ১২টি রুমের ভাড়াটিয়াদের চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ জুলাই প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা ব্যায় এলজিডির তত্বাবধানে ঠাকুরগাঁও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।