মেহেরপুর প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনছার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মনসুর আলম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম।এ সময় তৃতীয় ধাপের অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থীগণ উপস্থিত ছিলেন।