Home » দামুড়হুদা উপজেলার নবাগত অফিসার ইনচার্জ সাথে সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

দামুড়হুদা উপজেলার নবাগত অফিসার ইনচার্জ সাথে সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা

কর্তৃক xVS2UqarHx07
217 ভিউজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ,এইচ,এম লুৎফুল কবীর এর সাথে
জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখা,সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার ৯ অক্টোবর বেলা সারে ১২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) এ,এইচ,এম লুৎফুল কবীরের অফিস কক্ষে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সভাপতি আরিফুল ইসলাম মিলনের সভাপতিত্বে সাংবাদিকদের পক্ষে থেকে ফুলের তোড়া দিয়ে নবাগত ওসিকে – শুভেচ্ছা জানানো হয় এবং শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

শুভেচ্ছা পর্ব শেষে মতবিনিময় শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিঃ সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম চন্চল, সহ-সভাপতি মোঃ আলমগীর, হোসেন সাধারণ সম্পাদক রকিবুল হাসান তোতা, যুগ্ম সম্পাদক মোঃ রানা, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আসহাবুল আলম,

প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সহ-প্রচার সম্পাদক আনারুল ইসলাম, দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আরাফাত, আইন বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা মিন্টু, ইতিহাস বিষয়ক সম্পাদক আবদুল্লা,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দূর্যোগ মহামারী ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান।

নবাগত অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বলেন।
মাদকে জিরো টলারেন্স, কিশোর গ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধ,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দর্শনা থানা পুলিশ বদ্ধ পরিকর।তিনি আরও বলেন দর্শনা থানায় যেকোনো অভিযোগ প্রাপ্তির ৬ ঘন্টার মধ্যেই তা সমাধান করা হয়।
মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল হাসান তোতা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন