চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
দামুড়হুদা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২) ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সেমিনারে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসন নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেযারম্যান আলি মুনছুর বাবু।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু হেনা মোহাম্মদ জামাল শুভ। মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম প্রমূখ। পরে অতিথি বৃন্দ উপজেলা চত্তরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সেমিনারে উপজেলার সকল কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থীত ছিলেন।