Home » দামুড়হুদায় সড়ক দুর্ঘটনা ২ জন নিহত

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনা ২ জন নিহত

কর্তৃক xVS2UqarHx07
144 ভিউজ

জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা জেলার দামূড়হুদা উপজেলার দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনী
পাড়ার ফারুক হোসেনের ছেলে রায়হান আলী (৩০) এবং একই উপজেলার বারাদি গ্রামের হোসেন আলীর ছেলে হৃদয় হোসেন। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুপুর( ১) টার দিকে প্রয়োজনীয় মালামাল কেনাকাটার জন্য বাড়াদি গ্রাম থেকে দুজন মোটরসাইকেলযোগে দর্শনা বাজারে যাচ্ছিল। এ সময় ছয়ঘরিয়া গ্রামের পৌছালে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান ও হৃদয় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় হোসেনের মৃত্যু হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন