Home » দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: গোলাম পরওয়ার।

দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: গোলাম পরওয়ার।

কর্তৃক ajkermeherpur
147 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে পিআর বিষয়ে ভোট দিতে হবে। জনগণের এই দাবি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।

শুক্রবার (১০ অক্টোবর) জুমা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গণমিছিল করে জামায়াতে ইসলামী। সেখানে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, পিআর জনগণ বোঝে না—এমন প্রচার চালানো হচ্ছে। তবে দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে বারবার অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে।

একটি দল সহযোগিতা করছে না উল্লেখ করে সেক্রেটারি জেনারেল বলেন, অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু সংস্কারে সহযোগিতা করেন না। দলের চেয়ে দেশ বড় মুখে বললেও কাজে তা প্রকাশ করছে না একটি রাজনৈতিক দল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন