Home » দ্যা পাওয়ার অব ওমেন এ্যাওয়ার্ড ২০২১’এ ভূষিত হলেন মেহেরপুরে মেয়ে রুপা

দ্যা পাওয়ার অব ওমেন এ্যাওয়ার্ড ২০২১’এ ভূষিত হলেন মেহেরপুরে মেয়ে রুপা

কর্তৃক xVS2UqarHx07
321 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

দ্যা পাওয়ার অব ওমেন এ্যাওয়ার্ড ২০২১’এ ভূষিত হলেন মেহেরপুরের মেয়ে নিলুফার ইয়াসমিন রুপা। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দ্য পাওয়ার অব ওমেন অ্যাওয়ার্ড ২০২১’এর ক্রেস্ট তুলে দেয়া হয় রুপার হাতে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড তুলে দেন। এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরেজ চুমকি(এমপি),অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পাীরজাদা শহীদুল হারুন, ফরাজী হাসপাতাল এর চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন, চিএ নায়িকা অপু বিশ্বাস প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন