Home » নবগঠিত শ্যামপুর ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হলেন মতিউর রহমান মতিন

নবগঠিত শ্যামপুর ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হলেন মতিউর রহমান মতিন

কর্তৃক xVS2UqarHx07
236 ভিউজ

আমঝুপি অফিস:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নবগঠিত মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হলেন মতিউর রহমান মতিন।

বুধবার সকাল আটটা থেকে বিরতিহীনভাবে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলে। মতিউর রহমান মতি ৫ হাজার ৮০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৩ হাজার ২৬৮ ভোট। ১৪ হাজার ২১৪ জন ভোটারের মন জয় করতে নবগঠিত শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে ১৩ হাজার ৭১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২১ টি ভোট বাতিল হয়ে যায়। নির্বাচনে মতিউর রহমান মতি চশমা প্রতীক নিয়ে ৫৮০৭ ভোট পেয়ে শ্যামপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন