Home » নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যের বিরোধিতা বাংলাদেশের

নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যের বিরোধিতা বাংলাদেশের

কর্তৃক xVS2UqarHx07
31 ভিউজ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তার জবাবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিবের বাংলাদেশের নির্বাচন নিয়ে করা মন্তব্যের জবাবে বুধবার (৮ অক্টোবর) এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসন বলেন, এটা তাদের বিষয় নয়। এটা সম্পর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ অপ্রত্যাশিত।

সোমবার নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাবের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন।

বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গে গভীর সম্পর্ক রাখতে আগ্রহী ভারত। ভারত প্রত্যাশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন