Home » নীতিমালা বাস্তবায়নের দাবিতে আমঝুপি বিএডিসি ফার্মে শ্রমিকদের অনশন ও ধর্মঘট ।

নীতিমালা বাস্তবায়নের দাবিতে আমঝুপি বিএডিসি ফার্মে শ্রমিকদের অনশন ও ধর্মঘট ।

কর্তৃক xVS2UqarHx07
10 ভিউজ

আমঝুপি অফিস:

বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে বিএডিসি, ২০১৫ সালের নীতিমালা বাতিল এবং ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়নের দাবিতে আমঝুপি বিএডিসি ফার্মে শ্রমিকদের অনশন ও ধর্মঘট অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরে আমঝুপি সবজি বীজ ও ডাল তৈল উৎপাদন খামার শ্রমিক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে খামার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল করে বের হয়ে আমঝুপি সবজি বীজ ও ডাল তৈরি খামারের প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে অনশন ও ধর্মঘট করেন ।

এই সময়ে অনশন ও ধর্মঘট আমঝুপি বিএডিসি ফার্মের শ্রমিক এস এম আসলাম বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালে যে শ্রমিক নীতিমালা তৈরী করা হয়েছে তা শ্রমিকদের স্বার্থ বিরোধী। আমরা এই নীতিমালা বাতিল ও ২০১৭ সালের নীতিমালার বাস্তবায়ন চাই।

অনশন ও ধর্মঘট নেতৃত্ব দেন আমঝুপি সবজি বীজ উৎপাদন খামার শ্রমিক সমিতির সভাপতি আলিউল ইসলাম ও সেক্রেটারি জহুরুল ইসলাম। এছাড়াও আমঝুপি ডাল ও তৈল উৎপাদন খামার শ্রমিক সমিতির সভাপতি আফছারুল ইসলাম ও সেক্রেটারি দুখু মিয়া আরো উপস্থিত ছিলেন দুলাল, আনিছুর, ইব্রাহিম, জাব্বারুল, সাইদুল,পিয়াস, শাহাজাহান প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন