Home » পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বন বিভাগের ভেতরে টেনে নিয়ে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বন বিভাগের ভেতরে টেনে নিয়ে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কর্তৃক ajkermeherpur
23 ভিউজ

শরীয়তপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীকে সড়ক থেকে টেনে নিয়ে বন বিভাগের ভেতরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বন বিভাগের এরিয়ার ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় শিক্ষার্থীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী জানান, বিকেলে পরীক্ষা শেষে তিনি এক সহপাঠীর সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাস না পেয়ে দুজনে হেঁটে বন বিভাগের সামনে পৌঁছালে কয়েকজন যুবক তাদের পথরোধ করে। পরে জোরপূর্বক ভেতরে নিয়ে মারধর, মোবাইল ছিনতাই এবং টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে সহপাঠীর গলায় ছুরি ধরে তাকে জঙ্গলের ভেতরে নিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে। প্রায় দুই ঘণ্টা আটক রাখার পর সড়কে ছেড়ে দেয় অভিযুক্তরা।

স্থানীয়রা জানান, মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করলে অভিযুক্তরা পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক শারীরিক নির্যাতন ও যৌন সহিংসতার প্রাথমিক অভিযোগ নিশ্চিত করেছেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, অভিযোগে কিছু অসঙ্গতি রয়েছে, তবে সঠিক তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন