Home » পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর ক্লাস উদ্বোধন করা হয়েছে

পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর ক্লাস উদ্বোধন করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
252 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর ক্লাস উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর ক্লাস উদ্বোধন করা হয়।পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাসের উদ্বোধন ঘোষণা করেন। পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা।

পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর যুগ্ম সম্পাদক মীর সফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমুখ পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয় ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন