Home » পুলিশের হেলিকপ্টারের পাইলট হতে প্রথম একক উড্ডয়নে সফল দুই এএসপি

পুলিশের হেলিকপ্টারের পাইলট হতে প্রথম একক উড্ডয়নে সফল দুই এএসপি

কর্তৃক xVS2UqarHx07
235 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

দেশের অভ্যন্তরীণ অইন-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা আরও দ্রততম সময়ে নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশে চালু হচ্ছে এভিয়েশন উইং। এ উইংয়ে যুক্ত হবে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার। গত ১৯ নভেম্বর জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের সাথে বাংলাদেশ পুলিশের এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণই পরিচালনা করবেন এভিয়েশন উইং। পুলিশ কর্মকর্তারাই পাইলট হিসেবে চালাবেন হেলিকপ্টার । ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশের সহকারি পুলিশ সুপার (এএসপি) মুশফিকুল হক চন্দন এবং এএসপি শরীফ সারোয়ার হোসেন আজ (২৩ নভেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে তাদের প্রথম একক উড্ডয়নে প্রশিক্ষক ছাড়াই উড্ডয়ন এবং অবতরণ করে পাইলট হওয়ার বাধ্যতামূলক পরীক্ষায় সফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন।

শ্রদ্ধান্তে-
মোঃ কামরুজ্জামান
এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর)
বাংলাদেশ পুলিশ

সূত্রঃ বাংলাদেশ পুলিশ ফেসবুক পেজ

০ মন্তব্য

You may also like

মতামত দিন