Home » মেহেরপুরে ফুটবল খেলার ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২।

মেহেরপুরে ফুটবল খেলার ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২।

কর্তৃক ajkermeherpur
84 ভিউজ

আমঝুপি অফিস

মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাঠে ফুটবল খেলার একটি ফাউলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে শাহানুর ও নাঈম নামের দুই যুবক আহত হয়েছেন। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শাহানুর বামনপাড়া গ্রামের মীর আল্টুর ছেলে এবং মোঃ নাঈম হাবিবুর রহমানের ছেলে। রাধাকান্তপুর একাদশ ও বামনপাড়া একাদশের মধ্যকার খেলায় রাধাকান্তপুর একাদশ ৪-৩ গোলে এগিয়েছিল। খেলার শেষ প্রান্তে একটি ফাউলকে কেন্দ্র করে রাধাকান্তপুরের শামীম ও কাননের নেতৃত্বে বামনপাড়ার দর্শকদের উপর হামলা চালায়। এ সময় সংঘর্ষ বেধে দুই জন আহত হন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন