মেহেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর পৌর শাখার ৯টি ওয়ার্ডের কমিটি ঘঠন করা হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে পৌর আওয়ামী লীগের ৯টি ওয়াডের সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এমদাদুল হক ডাবলু সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,সদস্য শামীম আরা হীরা ।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শরিফুল ইসলাম, আনারুল ইসলাম প্রমূখ।
পরে কণ্ঠভোটে নুরুল ইসলামকে সভাপতি তানসেন আলীকে সাধারণ সম্পাদক করে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ । রুহুল ইসলামকে সভাপতি, গাজী সাইদুর রহমান বাদশাকে সাধারণ সম্পাদক করে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। জাহাঙ্গীর বিশ্বাসকে সভাপতি শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। নুরুল ইসলামকে সভাপতি ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। আল-আমিন শেখ কে সভাপতি খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। এমদাদুল হক সভাপতি আশিকুর রবিনকে সাধারণ সম্পাদক করে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। বাইজিদ হোসেনকে সভাপতি তারিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। কেএম বদরুল হাসান কে সভাপতি,আনিসুজ্জামান বকুলকে সাধারণ সম্পাদক করে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং হামিদুল ইসলাম কে সভাপতি ফিরোজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘঠন করা হয়।