Home » বিচারের দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল ও সমাবেশ

বিচারের দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল ও সমাবেশ

কর্তৃক ajkermeherpur
26 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

খুনি হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর ও গণহত্যায় হাসিনার সহযোগীদের দ্রুত বিচারের দাবিতে মেহেরপুর জেলা এনসিপির গণ মিছিল হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ) বিকাল সাড়ে চারটায় মেহেরপুর জেলা এনসিপির কার্যালয় থেকে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, অবিলম্বে নির্বাচনের পূর্বে ভারত থেকে খুনি হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। ভারতকে বলবো আপনাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে তা মেনে শেখ হাসিনাকে ফিরিয়ে দেন না হলে বাংলাদেশের সাথে আপনাদের কোন সম্পর্ক থাকবেনা। বাকি আসামীদেরও ফিরিয়ে এনে বিচার করতে হবে।
তিনি আরো বলেন, স্বৈরাচার ঠেকাতে হলে হুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হতে দেওয়া হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী আশিক রাব্বি, আরিফ খান, সদস্য তামিম ইসলাম, রবিন,আমির হামজা সদর উপজেলা সমন্বয়কারী হাসমত উল্লাহ প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন