Home » বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ

বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিংয়ে বিশ্ব রেকর্ড গড়বে বাংলাদেশ

কর্তৃক ajkermeherpur
48 ভিউজ

বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা বহন করে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই ঐতিহাসিক আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার আগামীকাল সকাল ১১টা ৪০ মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আকাশে জাতীয় পতাকা হাতে স্কাইডাইভ প্রদর্শনে অংশ নেবেন। এর মধ্য দিয়ে সর্বোচ্চসংখ্যক পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্যারাশুটিং প্রদর্শনীর আগে একই স্থানে সকাল ১১টা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ ব্যান্ড শোও আয়োজন করা হবে।

একই ধরনের ফ্লাই-পাস্ট প্রদর্শনী দেশের বিভিন্ন শহরেও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আয়োজন করা হবে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী সারা দেশে বিজয় দিবসের ব্যান্ড শো আয়োজন করবে। সব অনুষ্ঠানই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন