Home » বিয়ের দাবিতে ২ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

বিয়ের দাবিতে ২ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

কর্তৃক xVS2UqarHx07
610 ভিউজ

দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কে দানা বেঁধেছে অবিশ্বাস আর প্রতারণা। এবার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী।
ঘটনা রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বিছনা গ্রামের। প্রেমিক মেহেদী হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তিনি সেখানে অবস্থান নেন।

স্থানীয়রা জানান, মেহেদী হাসান ওই গ্রামের আমিরুলের ছেলে। তিনি রংপুরের একটি কলেজে পড়াশোনা করেন। অপরদিকে ভুক্তভোগী তরুণী খালাশপীর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর দাবি, সাত বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় তার বাড়িতে এসে মেহেদী আবারও সম্পর্ক স্থাপন করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে মানসম্মানের ভয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

প্রেমিক ও তার পরিবার সম্পর্কটি অস্বীকার করে জানায়, মেয়েটির সঙ্গে তাদের ছেলের কোনো সম্পর্ক নেই এবং থাকলেও তারা এ সম্পর্ক মেনে নেবে না।

অন্যদিকে অনশনরত শিক্ষার্থী জানান, মেহেদী বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন